হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

May 26, 2025 - 15:51
May 26, 2025 - 16:07
 0  18
হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত সাবেক মন্ত্রী কামরুল ইসলাম
ছবি : সংগৃহীত

আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পড়ে গিয়ে মাথা ফেটে গেছে তার। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি প্রসাব করতে হাজতখানার টয়লেটে যান। সেখানে মাথাঘুরে পড়ে যান তিনি। এতে তার মাথা ফেটে যায়। এরপর হাজতখানায় প্রাথমিক চিকিৎসা হিসেবে মাথা ব্যান্ডেজ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ বলেন, আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতের হাজতখানায় আনা হয়। গত নভেম্বর থেকে তিনি জেলহাজতে আটকে আছেন। বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। বিশেষ করে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। দিন দিন ওনার ওজন কমে যাচ্ছে। শরীর দুর্বল।

তিনি বলেন, আজকে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনে ফেটে রক্তাক্ত হয়েছেন। এরপর পুলিশ সদস্যদের সহায়তায় তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক জোবায়ের বলেন, হাজতখানায় আনার পর আসামি কামরুল ইসলাম টয়লেটে যান। তিনি হাইপ্রেসারের রোগী। হাইপ্রেসার থাকায় উনি মাথাঘুরে পড়ে যান। আমরা আদালতের অনুমতি সাপেক্ষে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে তাকে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow