আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেনা সাকিব

Dec 15, 2024 - 22:53
 0  3
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেনা সাকিব
ছবি : সংগৃহীত

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। আইসিসির বিধি অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞা বলবত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

তবে শুধু ব্যাটার হিসেবে দেশের হয়ে কিংবা আইসিসি অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন সাকিব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার। আজ রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।

এর আগে বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে বোলিং অ্যাকশন শুধরে ফেরার আগপর্যন্ত ইংল্যান্ডের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তিনি।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এই মাসের শুরুতে লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

“আইসিসির ১১.৩ অনুচ্ছেদের বরাত দিয়ে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, “আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে, তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে যায়।”

“ইংল্যান্ডসহ বিশ্বের অন্যান্য সব দেশের ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবে সাকিবের বোলিং। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। ওই পরীক্ষায় উৎরাতে পারলেই মিলবে বোলিংয়ের অনুমতি।”

বর্তমানে লঙ্কা ক্রিকেটে খলেছেন সাকিব। সেখানে নিষেধাজ্ঞার কারণে বোলিং করতে পারছেন না তিনি। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি থাকায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলিং করতে পারবেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow