আবারও মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, যাত্রী পরিবহন বন্ধ
 
                                    ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। যে কারণে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ রয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত আছে।
এর আগে রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়।
এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে দুপুর তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।
এদিকে আজ বুধবার মেট্রোরেল চলাচলে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। কাজেই নিরাপত্তার ব্যাপারে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            