এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Feb 1, 2025 - 16:22
 0  3
এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে একাধিক ক্রিকেটারকে নিয়ে উঠেছে ফিক্সিংয়ে সন্দেহ। তবে এখনও কারো অভিযোগ প্রমাণিত হয়নি। সেই অভিযোগের তীরটা রয়েছে এনামুল হক বিজয়ের দিকেও। 

তবে অভিযোগ প্রমাণিত না হলেও এসেছে নির্দেশনা। এই ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।

বাকিসব আসরের মতো চলমান বিপিএলও অনিয়মে ভরপুর। পারিশ্রমিক অপরিশোধিত হওয়ার ঘটনা থেকে ফিক্সিংয়ের গুঞ্জনে হতাশ দর্শকরাও।

টুর্নামেন্টের শুরু থেকেই এই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগ আমলে নিয়েই বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।

আপাতত তার ওপর অভিযোগ ওঠায় এমন নিষেধাজ্ঞা নেমে এসেছে। তবে অভিযোগ প্রমাণিত না হলে তা তুলে নেওয়া হবে। 

চলমান মৌসুমে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। পরে তাকে সরিয়ে অধিনায়ক করা হয় তাসকিন আহমেদকে। 

উল্লেখ্য, রাজশাহী ছাড়াও আরো তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow