সিলেটকে হারিয়ে জয়ের ধারায় চিটাগং কিংস

Jan 13, 2025 - 11:34
 0  2
সিলেটকে হারিয়ে জয়ের ধারায় চিটাগং কিংস
ছবি : সংগৃহীত

উসমান খান ও গ্রাহাম ক্লার্কের ঝড়ো ফিফটির পর হায়দার আলির টর্নেডো ইনিংসে দল পেল বড় সংগ্রহ। পরে বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ ওয়াসিম আল ইসলামরা। সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিল চিটাগং কিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের প্রথম ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন দলটি। ২০৪ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৭৩ রানে আটকে যায় স্থানীয় দলটি।

চট্টগ্রামের জয়ের নায়ক ক্লার্ক। এই ইংলিশ ৩৩ বলে করেন সর্বোচ্চ ৬০ রান। ৩৫ বলে ৫৩ রান করেন উসমান খান। ১৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হায়দার।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় বলেই পল স্টার্লিংকে হারায় সিলেট। সিলেটের আগের দুই জয়ের নায়ক জাকির হাসান এদিনও দেন ভালো কিছুর আভাস। কিন্তু তিনি আউট হন ১৯ বলে ২৫ রান করে। রনি তালুকদারও ফেরেন দ্রুতই। অ্যারোন জোন্স ধীর ব্যাটিংয়ে ১৮ বলে ১৫ রান করে যখন আউট হন দলীয় সংগ্রহ তখন ১০.৩ ওভারে ৪ উইকেটে ৬৪।

এরপর জিততে হলে দরকার হতো টর্নেডো ইনিংস। জর্জ মুনসি ৩৭ বলে চারটি করে ছক্কা-চারে ৫২ রান করলেও প্রত্যাশা মেটাতে পারেননি। জাকের আলি চেষ্টা করেন নিজের মতো। কিন্তু ততক্সণে অনেক দেরি হয়ে গেছে। ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।

২৫ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার ওয়াসিম। ৩৬ রানে ২টি নেন আল ইসলাম।

এর আগে টসে হেরে ব্যাটে নামা চট্টগ্রাম চতুর্থ ওভারে হারায় পারভেজ হোসেন ইমনকে। ব্যর্থতার ধারাবাহীকতায় এবার এই ওপেনার আউট হন ১০ বলে ৭ রান করে। এরপর ৩৯ বলে ৬৮ রানের জুটি গড়েন ক্লার্ক ও আরেক ওপেনার উসমান। উসমান ৩৫ বলে ৫৩ রানের ইনিংসটি সাজান ৮ চার ও ১ ছক্কায়।

এরপর মিথুনের সঙ্গে ৩০ বলে ৪৮ রানের জুটি গড়ে আউট হন ক্লার্ক। ইংলিশ ব্যাটারের ৩৩ বলে ৬০ রানের ইনিংসটি ৩ চার ও ৫ ছক্কায় সাজানো।

অধিনায়ক মিথুনের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৮ রান। ১৮ বলে অপরাজিত ৪২ রানের পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান পাকিস্তানি ব্যাটার হায়দার।

৩৮ রানে ২ উইকেট নিয়ে সিলেটের সফলতম বোলার তানজিম হাসান সাকিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow