কুড়িগ্রামে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তা প্রত্যাহারসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ

Jul 29, 2025 - 16:52
 0  18
কুড়িগ্রামে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তা প্রত্যাহারসহ ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে ফুলবাড়ি উপজেলা প্রশসান অফিসের সামনে নীলফামারী হতে বদলীকৃত দুর্নীতিবাজ ও ঘুষখোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ এর বিরুদ্ধে ফুলবাড়িতে যোগদান ঠেকাতে এ সমাবেশ করেন তারা।

এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, সান রেজা বসুনিয়া, আব্দুল হাই, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার, মজনু মিয়া সহ অন্যান্য শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফুলবাড়িতে কোনভাবেই ঘুষখোর কর্মকর্তাকে যোগদান করতে দেয়া হবে না। এখানে কোন ঘুষখোর দূর্নীতিবাজদের ঠাই হবে না। আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা। 

এরপর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow