‘গানের চেয়ে নাচ বেশি’ সমালোচনায় যা বললেন জেফার

Dec 23, 2024 - 16:23
 0  1
‘গানের চেয়ে নাচ বেশি’ সমালোচনায় যা বললেন জেফার
ছবি : সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে পারফরম করেন এই সময়ের জনপ্রিয় গায়িকা জেফার। তবে কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফারের কিছু পারফরমেন্স ছড়িয়ে পড়তেই শুরু হয় নেটিজেনদের সমালোচনা। তাদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শক মাতাচ্ছেন জেফার! শুধু তাই নয়, জেফারের গায়কীতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন কেউ কেউ।

এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন এই গায়িকা। নিজের ফেসবুকে জেফার লিখেছেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’

সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে।

সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’

ওই কনসার্টের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার।

একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ মন্তব্য করেন, ‘সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেই গান শোনা ভালো ছিল’। কেউ আবার বলেন, ‘শুধু নাচটাই দেখা যায়, গান কই?’ তার জবাবে কথাগুলো লিখেছেন জেফার।

এদিকে আজ ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

জেফারও গান শোনাবেন সেখানে। আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow