চট্টগ্রামে ব্রিজ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

Apr 14, 2025 - 19:49
 0  4
চট্টগ্রামে ব্রিজ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বশির উল্লাহ মিয়াজী বাজারের বৈলী ব্রিজ পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই ব্রিজটি সংস্কার বা পুননির্মাণের জন্য স্থানীয়দের জোরালো দাবি ছিল।

বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা এই ব্রিজের সংস্কারের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি, যার ফলে ব্রিজের অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যায়। তবে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের এই পরিদর্শন ও উদ্যোগে স্থানীয়রা আশাবাদী হয়েছেন।

ব্রিজ পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং ব্রিজের সংস্কার বা পুননির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন। এ সময় স্থানীয়রা তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা মো. রফিক বলেন, "বিগত বছরগুলোতে ব্রিজটির সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জামায়াতের নেতৃবৃন্দ আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।"

উল্লেখ্য, বাঁশখালী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অতীতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা আয়োজন করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

বশির উল্লাহ মিয়াজী বাজারের বৈলী ব্রিজ সংস্কার বা পুননির্মাণের বিষয়ে জামায়াতে ইসলামীর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow