জুলাই শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা নয়

Jul 14, 2025 - 22:57
 0  2
জুলাই শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা নয়
ছবি : সংগৃহীত

গতবছর জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন হাইকোর্ট। 

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ’২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাঁদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক গত ফেব্রুয়ারি মাসে রিটটি দায়ের করেন।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সবার মতামত নিয়েই সংস্কার কমিশন গঠন করে ড. মুহাম্মদ ইউনূস সংস্কারকাজ শুরু করেছেন। ইতোমধ্যে সংস্কারকাজের অনেক অগ্রগতি হয়েছে। তাঁর সংস্কারের বিষয়গুলোতে একমত পোষণ করে তাঁকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা চেয়ে রিটটি করা হয়। একই সঙ্গে যারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ অন্যদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা চাওয়া হয়। হাইকোর্ট শুনানির পর রুল জারি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow