ঝালকাঠিতে সাবেক ছাত্রনেতা গোলাম আজমের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উওর চড়াইল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলম সিকদার, ইউনূস, রিপন সিকদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গোলাম আজম সৈকতের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও অবিলম্বে হামলায় নেতৃত্বে থাকা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ সকল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। না হলে সামনে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জামালের নেতৃত্বে বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
What's Your Reaction?






