টঙ্গীবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

Aug 27, 2025 - 17:06
 0  4
টঙ্গীবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
ছবি : সংগৃহীত

মেহেদী সুমন, মুন্সীগঞ্জ

‘‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকারদিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’’ এই প্রতিপাদ্যে  বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ ইং উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে সোমবার বেলা ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর আলম সিদ্দিক এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞস ডা. সাখাওত, গাইনি কনসালটেন্ট ডা. জেসমিন জাহান, টঙ্গীবাড়ী গার্লস স্কুলের শিক্ষিকা সাজিদা বানু, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদারসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ইউনিয়নের স্বাস্থ্যকর্মী ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাও অনেক বেশি থাকে। শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান ফটক থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow