টাঙ্গাইলে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সখীপুরে দলটির বর্ধিত সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি।
তখন গরমের কারণে কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। পরে বক্তব্য শেষ করে দলের নেতাকর্মীরা তাকে সখীপুরের বাসায় নিয়ে যান। খবর পেয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন চিকিৎসক তার বাড়িতে যান।
চিকিৎসকেরা কাদের সিদ্দিকীকে দেখে সুস্থ আছেন বলে জানান। কাদের সিদ্দিকী এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন।
এর আগে, কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা নয় বরং কৃষক শ্রমিক জনতা লীগ জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চায়। মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানও অসম্মানিত হোন।
What's Your Reaction?






