টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ‘আরামে’ হারানোর প্রত্যাশা সৌম্যর
দ্বিতীয় টেস্টে দাপুটে জয়ের পর ওয়ানডে সিরিজ নিয়ে প্রত্যাশা বেড়ে দাঁড়িয়েছিল কয়েকগুণ। শেষ পর্যন্ত নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ একদিনের ক্রিকেটে উইন্ডিজের কছে ধবলধোলাই হতে হয়েছে। এবার সামনে সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার মনে করেন দল হিসেবে ভালো করতে পারলে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টিতে আরামে হারানো যাবে।
সৌম্য বলেন, “আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব।”
শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন সৌম্য। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ১৬ ডিসেম্বর ভোর ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ একই সময়ে একই মাঠে হবে ১৮ ও ২০ ডিসেম্বর।
সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এখন অবস্থান করছেন সেন্ট ভিনসেন্টে। টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করে দিয়েছে লিটন দাসের দল। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিলেও বিসিবি টি-টোয়েন্টিতে আস্থা রেখেছে লিটনের ওপর।
কদিন আগেই গ্লোবাল সুপার লিগে সৌম্য হয়েছেন টুর্নামেন্ট সেরা। ওয়ানডে সিরিজেও পেয়েছেন রানের দেখা। রানের মধ্যে থাকায় এই ব্যাটার টি-টোয়েন্টি সিরিজ নিয়েও দেখছেন বড় স্বপ্ন। উইন্ডিজ এই সংস্করণে অনেক এগিয়ে থাকলেও সৌম্যর ভাবনায় শুধু মাঠের পারফরম্যান্স।
“প্রথমত কিছুদিন আগেই আমি এখানে এসেছি গ্লোবাল সুপার লিগ খেলেছি, কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, একটা ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। বড় দল, ছোট দলের চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের দিকে। সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।”
তবে ঘুরে ফিরে আসছে ওয়ানডে সিরিজের হতাশা। প্রথম ওয়ানডেতে ২৯৫ রানের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে রেকর্ড ৩২১ রান করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ব্যর্থ হয়েছিল ব্যাটিং। ব্যাটাররা আশানুরূপ রানের দেখা পেলেও বোলাররা এবার দিয়েছেন হতাশা। সৌম্যরা আশা তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ফর্মে ফিরবেন টি-টোয়েন্টিতে।
সৌম্যের ভাষ্য, “আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু শেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে।”
“আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।”- আরো যোগ করেন সৌম্য।
What's Your Reaction?