তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল

মেহেদী সুমন, নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকাল ৫টার দিকে শ্রীনগর সরকারি কলেজ সংলগ্ন বালুর মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শ্রীনগর চকবাজার সড়ক প্রদক্ষিন করে ঢাকা মওয়া এক্সপ্রেস ওয়ের ছনবাড়ী ব্রীজের নিচে গিয়ে শেষ হয়।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং আহ্বায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
What's Your Reaction?






