তীব্র শীতের মধ্যেই বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

Jan 4, 2025 - 17:12
 0  1
তীব্র শীতের মধ্যেই বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে এই অঞ্চলগুলোর। এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

যদিও রাজধানীর তাপমাত্রা উত্তরাঞ্চলের চেয়ে খানিকটা বেশিই থাকবে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে। আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে খানিক স্বস্তি। শীতের পরিবেশ, খাবার আর পোশাক নিয়ে এসেছে উৎসবের আমেজও।

রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯৯৫ সালের ৩ জানুয়ারি। ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা। সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে- বলছে আবহাওয়া অফিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow