থানা থেকে যুবদল নেতা ছিনিয়ে নেওয়ায় মহাসড়কে ব্লকেড
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে নেন। এ সময় তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এসময় মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ থাকে বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। বাড়ে যাত্রী দুর্ভোগ। তবে জরুরি সেবার যানবাহনগুলো চলাচল করতে দেওয়া হয়।
পরে সিরাজদিখান থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান হোসনের আশ্বাসের ঘণ্টা খানেক পর আন্দলোনকারীরা সড়ক থেকে সরে যায়।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আটকের পর শ্রীনগর থানা থেকে ওই যুবদল নেতাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, তাকে ছাড়াতে যুবদল নেতাদের চাপ পুলিশ মেনে না নিলে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার দিকে একটি ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ছিনিয়ে নেওয়া আসামির নাম তরিকুল। শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা তরিকুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, থানায় হট্টগোলের সময় তিনি বিশৃঙ্খলাকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন। এর ফাঁকে আসামিকে তুলে নিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।
What's Your Reaction?