ভয়ের কিছু নেই, চার মাস চলার রিজার্ভ আছে : গভর্নর
দেশে এখনও চার মাস চলার মতো রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। তিনি বলেন, তাই ভয়ের কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক পরিচয়ে বিভাজন সবচেয়ে বড় সঙ্কট উল্লেখ করে গভর্নর লেন, বাংলাদেশের পক্ষে সবার লবিং করতে হবে। না হলে রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব।
তিনি বলেন, পাকিস্তান যে হারে রেমিট্যান্স পাঠায় আমরা তা পারিনি। স্কিল ও কালচারাল লেভেল প্রবাসীদের বাড়াতে হবে। তা হলে ৩০ থেকে ৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করা সম্ভব।
পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবং বিদেশের আদালতে জিততে বিদেশি আইনজ্ঞ ভাড়া করা হচ্ছে জানিয়ে গর্ভনর প্রবাসীদের সহায়তার আহ্বান জানান।
তিনি বলেন, টাকা উদ্ধার করতে পারলে বিদেশি আইনজীবীদের ১০ শতাংশ কমিশন দেয়া হবে। তাদের সহায়তা করে প্রবাসীরাও শতাংশের ভাগ নিতে পারে।
What's Your Reaction?