দক্ষ জনশক্তি গড়তে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই : এ্যাডভোকেট শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দক্ষ জনশক্তি গড়তে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজেদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন এর পাশাপাশি দক্ষতার বিকল্প নেই। শিক্ষার্থীদের প্রযুক্তিগত দিকে আগ্রহী করতে হবে। তারা যেন নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারে।
বৃহস্পতিবার ১১টায় পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন এ প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা ও বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদেরই এই দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তাই শুধু চাকুরির পেছোনে না থেকে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে দেশ ও দেশের বাহিরে দক্ষ জনশক্তির প্রবল চাহিদা রয়েছে তাই পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে সম্মক ধারণা থাকতে হবে।
তিনি বলেন, আমি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমার স্কুলের প্রতি অনেক দায়িত্ব আমি কথা দিচ্ছি সবসময় স্কুলের পাশে সহযোগী হিসেবে থাকবো।
স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী আনিসুল হক বাবুর সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াজুল হক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, আমরা দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি এই দেশ যেন প্রতিনিধিত্ব প্রদান করতে পারে সেই লক্ষ্যে শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শুধু স্কুল নয় এক্ষেত্রে পরিবার ও সমাজের সমানভাবে ভূমিকা রাখতে হবে। যেন একজন শিক্ষার্থী নির্দিধায় বাধাহীনভাবে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিতে বিবেচনায় রেখে তার নিজের কাজ করতে পারে।
তিনি শিক্ষার্থীদের বলেন, প্রযুক্তির যেমন কল্যানকর দিক আছে ঠিক তেমনই অকল্যানকর দিকও আছে সুতরাং তোমরা সেই কল্যানকর দিকে এগিয়ে যাবে। যাতে করে পরিবার তথা রাস্ট্র তোমাদের নিয়ে গর্ব করার পাশাপাশি উপকৃত হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ.কে.এম মুসা, সাবেক যুগ্ম আহবায়ক, আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক, নূর মোহাম্মদ মাছুম বগা, সাবেক যুগ্ম-সম্পাদক, মোঃ মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?

