সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ ও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলার পৌর এলাকার উলিপুর ব্রিজের পূর্বপাশে প্রথম দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় দুর্ঘটনাটি ভোরে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাসেম মোড় এলাকায় ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার উলিপুর ব্রিজের পূর্বপাশে গরুবোঝাই একটি শ্যলোইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে অটোরিকশায় থাকা শিশুসহ দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- তাড়াশ পৌর শজরের দক্ষিণপাড়া মহল্লার শিশু জনি ও কোহিত এলাকার হাইফোত হোসেন।
অন্যদিকে ভোরে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাসেম মোড় এলাকায় উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে সামনের ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুটি দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






