নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে : গোলাম পরওয়ার

Oct 22, 2025 - 00:10
 0  1
নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে : গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত

বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগোচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেখানে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনের ছয়টি অঙ্গকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছি, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত রূপ দিতে হবে, যার ওপর ভিত্তি করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুনসি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।

সকাল সাড়ে দশটায় শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। বিকেলে শাহপুর বাজারে গণসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

রংপুর ইউনিয়নের হিন্দু সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, তাগুতের সব ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, এর জবাব দিতে হবে তথ্যনির্ভর উপায়ে।

তিনি বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবির তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ইতিবাচক রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। আমরা ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করব। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবে।

স্বাধীনতার ৫৪ বছরে তিনটি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবার জামায়াতে ইসলামিকে সুযোগ দিন, দেখবেন পার্থক্য। আমরা ঘুষ, চাঁদাবাজি বা সন্ত্রাস করি না। দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow