জুলাই-আগস্টে খুনিদের বিচার হতেই হবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে স্বস্তির ঈদেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখে অশ্রু ঝরছে, এতিম সন্তানরা কাঁদছে, বাবারা কাঁদছেন, ভাই বোনের চোখে অশ্রু ঝরছে। যারা জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে। সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এর মাধ্যমে শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না, যেখানে সবাই ভালোবাসা, সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বসবাস করবে। এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা হবে না এবং কারও অধিকার কেড়ে নেয়া হবে না। প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। এসব কিছুই সম্ভব কেবল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এই কথাটি যদি আমার নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতেই হবে। সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা হতে দিতে চাই না। কারণ মানুষ আর মানুষ ফ্যাসিবাদের কবলে পড়তে চায় না। এর আগে জামায়াত আমির উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন।
What's Your Reaction?






