বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়লেন জামায়াত আমির

Jul 19, 2025 - 19:16
 0  3
বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়লেন জামায়াত আমির
ছবি সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই প্রথমবার ঢলে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। বর্তমানে মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি।

এদিন মঞ্চে বক্তব্য শুরুর পরপর জামায়াত আমির বলেন, আরও একটি লড়াই আসছে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।

এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই ঢলে পড়েন জামায়াত আমির। ওই সময় দ্রুত নেতাকর্মীরা তাকে সামনে নেন। পরে জামায়াত আমির আবারও উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে বক্তব্য অব্যাহত রাখেন। তবে কিছু সময় পর আবারও ঢলে পড়েন তিনি। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের শান্ত থাকতে বারবার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে মঞ্চে বসেই সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় নেতাকর্মীরা তাকে ধরে রাখেন।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর। পরে সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন দলটি আমির ডা. শফিকুর রহমান। তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানায়। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow