নামের কারণেই বৈষম্যের শিকার হয়েছে বগুড়া : সারজিস

Dec 6, 2024 - 22:15
 0  2
নামের কারণেই বৈষম্যের শিকার হয়েছে বগুড়া : সারজিস
সারজিস আলম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি।

শুক্রবার সন্ধ্যায় (৬ ডিসেম্বর) বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে সারজিস আলম সাংবাদিকের এ কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীর মত হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না। সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।

তিনি বলেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগাণ্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিপারিক সফরে আসেন। সঙ্গে তার বাবা-মা ছিলেন।

সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই বলেন ব্যক্তিগত বিষয়ে কোন প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি এসেছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এ বিষয়ে মুখ খোলেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow