পটিয়ায় বিএনপি অফিসে ‘জয় বাংলা-শেখ হাসিনা’ লিখে পালাল দুই যুবক

Oct 28, 2025 - 22:20
 0  4
পটিয়ায় বিএনপি অফিসে ‘জয় বাংলা-শেখ হাসিনা’ লিখে পালাল দুই যুবক
ছবি ভিডিও থেকে নেয়া।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় রাতের অন্ধকারে হেলমেট পরা দুই যুবক এসে উপজেলা বিএনপি কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান লিখে পালিয়ে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কলেজ গেট এলাকায় বিএনপি অফিসের দেয়ালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি রাজনৈতিক উস্কানি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক এসে দ্রুতগতিতে অফিসের দেয়ালে লেখালেখি করে আবার চলে যায়। তাদের দুজনেরই মুখ হেলমেটে ঢাকা ছিল, ফলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন জানান, ‘হেলমেট পড়ে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা লিখে পালিয়েছে। হেলমেট পড়ে আসা দুই যুবকের সিসি টিভির ফুটেজ সংগহ করেছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘পটিয়া বিএনপির অফিসে জয় বাংলা চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করেনি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow