পুলিশের ওপর হামলায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

Dec 16, 2024 - 11:55
 0  2
পুলিশের ওপর হামলায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে আরও একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি দায়ের করে। মামলায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২০০-২৫০ জন আসামি করা হয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার চর-ইসলামপুর গ্রামের নাজিরা বাড়ি এলাকায় বিনা অনুমতিতে চর-ইসলামপুরে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে তিনি বাড়ির পেছন দিয়ে একটি বিলের মধ্য দিয়ে পালিয়ে যান। এ সময় তাহেরির অনুসারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। আটকরা হলেন—উপজেলার চর ইসলামপুর মধ্যপাড়ার মন মিয়ার ছেলে ওমর আলী (২৯), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া (৩৭), মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম মিয়া (২৪) নাজিরাবাড়ির রমজান মিয়ার ছেলে শাহানুর (৩৫), একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া, ছতরপুর গ্রামের সেন্ট মিয়ার ছেলে মোশাররফ মিয়া।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেলে মামলাটি দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাতেই পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়। পরে আজ মামলা দায়ের পর তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow