প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ
রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। এর মধ্যে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথম আলোর অফিসে হামলা শুরু হয়। পরে ডেইলি স্টারে হামলা চালানো হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর একদল লোক পত্রিকাগুলোর অফিসের সামনে গিয়ে জড়ো হয় এবং হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। প্রথম আলোর সামনের সড়কেও আগুন জ্বালাতে দেখা গেছে।
এছাড়া, অফিস দুইটির মধ্যে কয়েকজন কর্মী আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে।
What's Your Reaction?

