ফেনীতে জামিন পেলেন সাংবাদিক রিপন
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার মামলা থেকে জামিন পেলেন দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী (ফেনী) প্রতিনিধি আবুল হোসেন রিপন।
রোববার (৮ ডিসেম্বর) ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে তোলা হলে তাঁকে জামিন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ইউসুপ আলমগীর।
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে র্যাব সদস্যরা আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে। গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।
অ্যাডভোকেট ইউসুপ আলমগীর জানান, মামলায় বাদী আবদুর রব আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে আবুল হোসেন রিপনকে চেনেন না এবং ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে এভিডেভিট দেন। বিচারক বিষয়টি আমলে নিয়ে সাংবাদিক রিপনের জামিন মঞ্জুর করেন।
What's Your Reaction?