বদলগাছী পালপাড়ার মোড় ভাঙ্গা ব্রিজ যেন মৃত্যুকূপ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ পাকা সড়কের পালপাড়া ভাঙ্গা ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা ব্রিজটি চলাচলে বাড়ছে জনদুর্ভোগ। প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ব্রিজ ভেঙ্গে পড়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত ১ মাস ধরে ভাঙ্গা ব্রিজ দিয়ে এভাবেই ঝুঁকির মধ্যই ভ্যানগাড়ী, ট্রলি, ভটভটি, ইজিবাইক ও মোটরসাইকসহ হাজারও পথচারী শিক্ষার্থীরা চলাচল করলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।
স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে লাল কাপড় টাঙিয়ে চলাচলরত জনসাধারণকে সতর্ক বার্তা দিচ্ছেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, ব্রিজটি এখন মৃত্যু কূপ তৈরি হয়েছে। এই পথে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।
স্থানীয় মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বদলগাছী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর হাসান বলেন, ঝুঁকিপূর্ণ মনে করেও গাড়ি চালকরা কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য এই ভাঙ্গা ব্রিজ দিয়েই যাচ্ছে বিভিন্ন বাজারে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোর আশ্বাস দেন তারা।
What's Your Reaction?






