বাংলাদেশের নদী ও পরিবেশ সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
বাংলাদেশের নদী ও পরিবেশ সংরক্ষণে সাংবাদিকতার ভূমিকা ও করণীয় শীর্ষক ধারণায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর উদ্যোগে শনিবার বেলা সাড়ে ৯ টায় ঢাকার লালমাটিয়ায় এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়।
এএলআরডি'র প্রোগ্রাম অফিসার বিজয় শঙ্কর বড়ুয়ার পরিচালনায় কর্মশালার শুরুতেই বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার মির্জা মো. আজিম হায়দার।
ভূমি, কৃষি ও পরিবেশ : টেকসই সমাধানে এএলআরডি'র পথচলা নিয়ে উদ্বোধনী বক্তব্য ও প্রতিষ্ঠানটির কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক শামসুল হুদা।
কর্মশালায় পর্যায়ক্রমে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জে নদী, খাল ও জলাশয়ের সংকট, দখল, বালু উত্তোলন এবং সরকারি পদক্ষেপ বিষয়ে রিভারাইন পিপল'র মহাসচিব নদী গবেষক শেখ রোকন, নদ-নদী ও জলাশয় সংরক্ষণ আইন ও নীততে পানি সম্পদ সংরক্ষণে আইন ও নীতি বিষয়ক আলোচনা এবং বাস্তবায়নে এএলআরডি'র প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা, নদী ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতা-চ্যালেঞ্জ ও সম্ভাবনায় নদী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাংবাদিকতার তথ্য সংগ্রহের কৌশল, গণমাধ্যমের নীতিগত অবস্থান, রিপোর্টিংয়ে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কবি ও লেখক সোহরাব হাসান বিভিন্ন দিক তুলে ধরে কর্মশালায় বক্তব্য দেন।
পরে সাংবাদিকদের করণীয় ও অ্যাকশন প্লান শীর্ষক গ্রুপ ওয়ার্ক ও প্রতিফলন শীর্ষক সেশন পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মির্জা মো. আজিম হায়দার।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এএলআরডি'র উপ-নির্বাহী পরিচালক রওনক জাহান মনি।
কর্মশালায় দেশের ২৫ জেলা থেকে স্থানীয়, জাতীয়, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।
কর্মশালাশ বক্তারা বলেন, তৃণমূলের নদ-নদী, বন ও পরিবেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে চিত্র উঠে আসে। সে সকল তথ্য নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সমস্যা সমাধানে ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে ও বাস্তবায়নে কাজ করছে এএলআরডি। ব্যক্তি ও শ্রেণি পর্যায়ে শোষন করে একটি শ্রেণি দখল, দূষণ ও দস্যুতায় লিপ্ত থেকে জনহয়রানী করছে। তাদের চিহ্নিত করে মুখোশ উন্মোচন করে এই সকল কর্মকাণ্ড রোধে একক নয় যৌথ ভাবে এগিয়ে আসতে হবে। তবেই জন হয়রানী কমবে এবং ভূমিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে বক্তারা দাবী করেন।
What's Your Reaction?






