মনোনয়ন পাননি আসলাম চৌধুরী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ অনুসারীদের
                                    চট্টগ্রাম প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যে কয়জন মনোনয়ন পাননি, তার মধ্যে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রার্থী তালিকায় তার নাম না আসায় অনেকে অবাক হয়েছেন। তার আসন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি কাজী সালাউদ্দিনকে প্রার্থী করেছে।
বিএনপির এই নেতা মনোনয়নবঞ্চিত হওয়ার খবর পেয়ে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
তাতে কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে নেতা-কর্মীদের।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

