মহাসড়কে তৈরি হওয়া গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ

Sep 6, 2025 - 20:59
 0  5
মহাসড়কে তৈরি হওয়া গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ
ছবি : সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মাঝে তৈরি হওয়া বড় বড় গর্তে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। আজ শনিবার দুপুরে মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

মাত্র ৫ বছর আগে ১৬০ কোটি খরচ করে রাস্তাটি সংস্কার করেছিল সড়ক বিভাগ। কিন্তু তিন বছরের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত এবং ঢেউ তৈরি হয়। চলতি বর্ষা মৌসুমে সড়কের গর্ত বড় হয়ে ডোবায় রূপ নিয়েছে। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। মূলত সড়ক বিভাগের গাফিলতি এবং নিম্নমানের কাজের প্রতিবাদে মাছ ছাড়া কর্মসূচি পালন করে নিসচা।

কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ চলাচল করে। মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটারের কোথাও ভাঙ্গা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, খানাখন্দ, আবার কোথাও কর্দমাক্ত জলাশয়। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, ঘটছে প্রাণহানি। অথচ এই ভোগান্তি থেকে পরিত্রাণের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চরম উদাসীনতা ও নিম্নমানের কাজের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। দ্রুত সড়ক সংস্কার না করলে সড়ক ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মাছ ছাড়া ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক। সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, শেখ মোস্তাফিজুর রহমান, এস,এম সাইদুল ইসলাম, আহম্মদ হামীম রাহাত, সাংবাদিক মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের হরিণটানা থানার সভাপতি মো. মনজুরুল ইসলাম, লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, খুবি শিক্ষার্থী মো. নাঈম মল্লিক প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow