‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন সাংবাদিক মুজাহিদ

নওগাঁ প্রতিনিধি
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন নওগাঁ জেলার স্থানীয় সাংবাদিক মুজাহিদ হোসেন।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারে ‘মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল’-এর উদ্যোগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মুজাহিদ হোসেনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মো. আহসান উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা মো. মুজিবুর রহমান চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
What's Your Reaction?






