মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে : মির্জা আব্বাস

Jul 14, 2025 - 23:45
 0  1
মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে : মির্জা আব্বাস
ছবি : সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবি রয়েছে, বিএনপির নয়।’

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মির্জা আব্বাস এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন, যা কাকরাইল, মৎস্য ভবন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

মিটফোর্ড ঘটনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘এ ঘটনার সঙ্গে বাস্তবে ও সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্কই নেই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারব না এ মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের ছবি রয়েছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।’

এই হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো বলে মনে হচ্ছে। তা সামনে এনে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে। এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে। আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে। যত ষড়যন্ত্রই করা হোক, বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না।’

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। দেশবাসীকে অনুরোধ জানাব, আপনারা যারা মিটফোর্ডের ছবি দেখেছেন, চুলচেরা বিশ্লেষণ করেন।’

চরমোনাই পীরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম মানুষ বলছে, চরমোনাই পীর সাহেবের নাকি কোনো ইলম নেই। কোরআন, হাদিস পড়ে নাই। অকাট মূর্খ একটা লোক। কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন। আমরাও জানতে চাই, আপনি ধর্মীয়ভাবে কোথা থেকে পাস করেছেন?’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘আরেকটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরা ও সিটি গ্রুপের কাছ থেকে। সমস্ত কিছুর হিসাব হবে। নিজের পায়ে জোর নেই।’

তিনি বলেন, ‘বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তখন কোথায় ছিল চরমোনাই, জামায়াতে ইসলামী। এখন লম্বা লম্বা কথা বলছেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow