যশোর আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

Jan 13, 2025 - 12:40
 0  1
যশোর আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল
ছবি : সংগৃহীত

যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে এ মিছিল বের করেন তারা।

গত ৫ আগস্টের পর এই প্রথম যশোরে আ.লীগ নেতা-কর্মীদের মিছিল করতে দেখা গেল। তবে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক কোনো ধরনের মিছিলের কথা জানেন না বলে জানান।

আদালত সূত্রে জানা গেছে, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী হাজিরা দিতে আসেন।

হাজিরা শেষে জেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে নেতা-কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে শহরের দড়াটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যান। বিক্ষোভকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু বলেন, ‘জেলা বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের; সেটা মিথ্যা-বানোয়াট। আজ ওই মামলায় ২৫ জন হাজিরা দিতে গিয়েছিলাম। উদ্দেশ্যমূলক মামলা করে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সহ সম্পাদক এম এ গফুর। এ মামলায় আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow