রাজবাড়ীতে ‘ভালো কাজের হোটেল’ যেখানে মিলবে বিনা টাকায় খাবার

Jan 13, 2025 - 12:57
 0  2
রাজবাড়ীতে ‘ভালো কাজের হোটেল’ যেখানে মিলবে বিনা টাকায় খাবার
ছবি : সংগৃহীত

আয়োজন দেখে মনে হবে বিয়ে বাড়ি বা সামাজিক কোন অনুষ্ঠান। কিন্তু না এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ ‘ভালো কাজের হোটেল’। যেখানে খাবার খেতে লাগেনা কোনো টাকা পয়সা। শুধু দিনের একটি ভালো কাজের কথা বললেই মিলবে দুপুরের খাবার।

এমনই এক ভিন্নধর্মী বিনা পয়সার হোটেলের আয়োজন করেছে রাজবাড়ি জেলা শহরের কয়েকজন তরুণ যুবক। ভালো কাজের বিনা পয়সার এই খাবার হোটেল বর্তমানে প্রতি মাসে দুইবার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুল তলায় আয়োজন করা হচ্ছে।

দাওয়াতের অতিথিদের মত সম্মানের সঙ্গে খাবার খেতে পেরে আনন্দিত হয়েছেন সমাজের অবহেলিতো অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, দিনমজুর, ছিন্নমূল মানুষেরা।

রিকশা চালক রফিকুল ইসলাম বলেন, ‘ভালো কাজের হোটেল’ এ আমরা আসি। ভালো একটা কাজের কথা বলি। দুপুরের খাবার পানি বিনামূল্যে খেতে পাই। আমরা অনেক খুশি।

ভ্যান চালক কুরবান মোল্লা বলেন, দুপুর বেলায় একটা হোটেলে খাবার তরকারি খেতে গেলে কমপক্ষে ১০০ টাকা লাগে। আর এই ভালো কাজের হোটেলে বিনা পয়সায় পেট ভরে খেতে পারি। অনেক উপকার হয় আমাদের।

রেল স্টেশনের ভিক্ষুক পারভীন বেগম, রেল স্টেশনেই বসবাস করি। বাড়ি ঘর কিছু নাই। যে যা দেয় খাই। ছেলেরা অসহায় মানুষদের খাবার দেয়। অনেক ভালো কাজ করে।

প্রতিবন্ধী রাসেল শেখ বলেন, একজনের কাছে শুনে এখানে খেতে এসেছি। আজকে বিরিয়ানি খেতে দিয়েছে। অনেক মজা করে পেট ভরে খেয়েছি।

আয়োজকদের প্রধান সমন্বয়কারী মনিরুল হক সাগর বলেন, আমরা গত কয়েক বছর ধরে মানবতার সেবায় কাজ করছি। তারই ধারাবাহিতকায় একটি ভালো কাজের বিনিময়ে এই ‘ভালো কাজের হোটেল’ শুরু করেছি। আমাদের সাথে তরুণ প্রজন্ম, কয়েকজন ব্যবসায়ী, সংবাদকর্মী আছেন। সকলে মিলে এই খরচ বহন করছি। সমাজের বিত্তবান মানুষের প্রতি আমাদের আহ্বান সবাই নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow