বেনাপোল সীমান্তে বিজিবির সর্তকতা জারি
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অপতৎপরতা ও সন্ত্রাসী হামলা প্রতিহত করতে যশোরের বেনাপোলের পুটখালী, সাদিপুর, দৌলতপুর, রঘুনাথপুর, ধান্যখোলাসহ বিভিন্ন সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে রক্ষায় এবং সীমান্তের যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অনুপ্রবেশ বন্ধে বিজিবি সদর দপ্তর থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দিয়েছে তারই প্রেক্ষিতে সব ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
এর আগে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহীতা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২ ডিসেম্বর দুপুরের দিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর করে বিজেপি সমর্থকরা। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। এ কারণে বাংলাদেশ ও ভারতে বেশ উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি।
একই দিনে বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বিজেপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসকন সদস্যরা। তারা বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধের হুমকি দিলেও তা কার্যকর হয়নি।
এদিকে সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহাড়া দিচ্ছেন। জনগণও সতর্কতায় রয়েছে যেকোন পরিস্থিতি মোকাবেলায়।
বিজিবি সন্ধ্যার পর জনগনকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে এবং সীমান্ত এলাকায় সড়কগুলোতে ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে।
What's Your Reaction?