রাজাপুরে ইসলামী আন্দোলনের উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত
![রাজাপুরে ইসলামী আন্দোলনের উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত](https://jamunatimes.com/uploads/images/202502/image_870x_67a500d27c56f.jpg)
সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পুরাতন জেলাখানা এলাকার রয়েল ক্যাফের দোতলার হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলা যুব সম্মেলনের নতুন কমিটি গঠন করা হয়।
এতে নব নির্বাচিত সভাপতি করা হয় ক্বারী মোঃ ইব্রাহিম খলিল, সহ সভাপতি করা হয় হাফেজ মোঃ আল আমীন ও সাধারণ সম্পাদক করা হয় হাফেজ মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মুফতী আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, মাওঃ মুহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়েজী, মুহাম্মদ হুমায়ুন কবির, হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, মাওঃ হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী, অধ্যক্ষ মাওলানা ফজলে আলী খান, মুহাম্মদ রফিকুল ইসলাম সজিব, মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সভাপতি, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, হাফেজ মাওলানা মুহাম্মদ নাঈমুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
What's Your Reaction?
![like](https://jamunatimes.com/assets/img/reactions/like.png)
![dislike](https://jamunatimes.com/assets/img/reactions/dislike.png)
![love](https://jamunatimes.com/assets/img/reactions/love.png)
![funny](https://jamunatimes.com/assets/img/reactions/funny.png)
![angry](https://jamunatimes.com/assets/img/reactions/angry.png)
![sad](https://jamunatimes.com/assets/img/reactions/sad.png)
![wow](https://jamunatimes.com/assets/img/reactions/wow.png)