রায়ের বাজার গণকবরের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত সরকারের : স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়ের বাজার গণকবর থেকে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে ১০০ জনেরও বেশি জুলাই শহিদের মরদেহ দাফন করা হয়েছে। এদের অনেককে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। খুব শিগগিরই আমরা তাদের শনাক্ত করার ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, এতদিন তাদের অনেক আত্মীয়-স্বজন কবর থেকে মরদেহ উত্তোলনে সম্মত ছিলেন না। এখন তারা সম্মতি দিয়েছেন। আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ শনাক্ত করব।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আর কেউ যদি এখান থেকে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান, সেটাও আমরা অনুমতি দেব। এই প্রক্রিয়ায় বেশি সময় লাগবে না।
আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তারা কোনোভাবেই ছাড় পাবে না।
পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিকরা) যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো ধরনের উদ্বেগের জায়গা নেই।
আওয়ামী লীগের গোপন কার্যক্রম নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখছি, আওয়ামী লীগের গুপ্ত কর্মকাণ্ডে সেনাবাহিনীর এক কর্মকর্তাও জড়িত। যে বাহিনীর যেই জড়িত থাকবে, কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ কার্যক্রম তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করলে সব তথ্য বেরিয়ে আসবে।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সত্য ঘটনা প্রচার করেন। এতে জনগণ উপকৃত হয়, আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নত হয়।
তিনি আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করায় দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা সত্য বলার কারণেই এখন বিদেশি মিডিয়াগুলোর তৎপরতা অনেকটা কমে গেছে।
What's Your Reaction?






