‘শহীদি সমাবেশ’ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
                                    জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতা, জুলাই অভ্যুত্থানে আহতরা এবং শহিদ পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে তাৎক্ষণিক নিষিদ্ধ করে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।
জুলাই অভ্যুত্থানে চোখ হারানো এক আহত ব্যক্তি বলেন, আমি চোখহারা একজন যোদ্ধা হিসেবে বলছি, এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চলতে পারে না। যারা তাদের পুনর্বাসনের স্বপ্ন দেখে, তাদের এই দেশের মাটিতে ঠাঁই নেই।
ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান বলেন, আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে সভা করতে হবে—এটা কল্পনাও করিনি। অথচ এখন তাদের পুনর্বাসনের পাঁয়তারা চলছে। আগে যেন আমাদেরই ফাঁসির দড়ি পরাতে হয়!
সমাবেশে শহিদ সাইমের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কী অপরাধ করেছিল, যে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো? আমি শহীদের মা হিসেবে বলছি—আওয়ামী লীগ যেন আর কখনো এই দেশে রাজনীতি করতে না পারে।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

