শীতকালীন সবজির দাম কমাতে জনমনে স্বস্তি

Jan 10, 2025 - 18:50
 0  3
শীতকালীন সবজির দাম কমাতে জনমনে স্বস্তি
ছবি : যমুনা টাইমস

মোঃ সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

পৌষের শেষে শীতের দাপট বেড়েই চলেছে। তবুও আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজির উৎপাদন বেড়েছে। যার ফলে সবজির বাজারে ফিরেছে স্বস্তি।

ঝালকাঠির রাজাপুরের কাঁচা বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। শুক্রবার (১০ জানুয়ারি) রাজাপুরের বাইপাস কাঁচা বাজার ও পুরান কাঁচাবাজার সহ একাধিক বাজারে গিয়ে ভোরে দেখা যায়, ব্যবসায়ীরা টাটকা সবজির পসরা সাজিয়ে বসেছেন। দেখা যায় পেঁয়াজ, বেগুন, শিম, লাউ, শাক, আলু সহ বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে। দাম কমাতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানান, শীতকাল চলমান। বাজারে বিভিন্ন সবজি উঠেছে। ক্রেতার সংখ্যা ভালোই। এরকম দাম থাকলে ব্যবসা করে শান্তি পাওয়া যায়।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ১৫ টাকা, বেগুন ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ধনিয়া পাতা ১০, টমেটো ৫০ টাকা, শিম ২০ টাকা, শালগম ২০ টাকা, লাউ ২০/২৫ টাকা পিস, মিষ্টি কুমড়া ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী বাচ্চু বলেন, শীতকালীন সবজির ফলন হয়েছে ভালো। সবখানেই এখন সবজি পাওয়া যায়৷ এজন্য দাম কমে যাচ্ছে। ব্যবসায়ী রফিক বলেন, সরবরাহ বৃদ্ধি পেলেও বিক্রি আশানুরূপ বাড়েনি। কিন্তু দাম কম থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বাজারে আসা বিএম কলেজের শিক্ষার্থী তানিয়া বলেন, অনেকদিন পর ব্যাগ ভরে সবজি কিনলাম। এই সময়ে দাম অনেক কমেছে আওয়ামী লীগ সরকারের আমলে ৩ বছরেও এতো স্বল্প দাম পাইনি। উৎপাদন বেড়ে যাওয়ায় সবজির দাম এমন।

আরও এক ক্রেতা জানান, দাম অনেকটাই কমে এসেছে৷ কিছুদিন আগে তো বাজার ছিলো চড়া৷ দামটা নিয়ন্ত্রণে থাকলে মনটা ভালো থাকে। নতুন বছরের শুরতেই এটা আমার জন্য স্বস্তির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow