সংসদ নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণে ইসির বিশেষায়িত কমিটি গঠন

Jul 17, 2025 - 01:26
 0  2
সংসদ নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণে ইসির বিশেষায়িত কমিটি গঠন
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৬ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের জন্য ভূগোলবিদ, মানচিত্রকর, তথ্য প্রযুক্তিবিদ, নগর পরিকল্পনাবিদ ও পরিসংখ্যানবিদগণের সমন্বয়ে বিশেষায়িত/কারিগরি কমিটি গঠন করা হলো। 

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক। 

অন্য সদস্যরা হলেন- ভূগোলবিদ  মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্য-প্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান। 

এছাড়া সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১)। এ কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা/কর্মচারীকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি:

ক) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব/প্রতিবেদন প্রণয়ন; 

খ) কমিটি আগামী ৭ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সীমানা নির্ধারণ সংক্রান্তে মাননীয় নির্বাচন কমিশনার  মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে গঠিত কমিটির নিকট দাখিল করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow