ছাত্রদল আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না : রাকিবুল ইসলাম

Jul 17, 2025 - 01:32
 0  2
ছাত্রদল আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না : রাকিবুল ইসলাম
ছবি : সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেঁচে থাকবে ততদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দেবে না। জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের সকল ইউনিট ঝাঁপিয়ে পড়েছিল।

বুধবার (১৬ জুলাই) শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে গণঅভ্যুত্থানের সকল শহীদ স্মরণে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরের পাশে কোনো ছাত্রসংগঠন না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, এই একবছর হতে না হতেই আন্দোলনের দাবিদার অনেক ছাত্রসংগঠন আবু সাঈদকে ভুলতে বসেছে। তারা কেউ তার কবরের পাশে না গেলেও একমাত্র ছাত্রদল তাকে ভুলেনি। তাই ছাত্রদল তার গ্রামের বাড়ি পীরগঞ্জে গিয়ে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে, শ্রদ্ধা জানিয়েছে।

গোপালগঞ্জে এনসিপির ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে আপনারা ভুল পথে হাঁটছেন। বন্ধুদের ভুলেছেন। শহীদ জিয়া ও তারেক রহমানের নামে আজেবাজে স্লোগান দিলেও একটি বারও শেখ মুজিবকে নিয়ে কোনো স্লোগান দিতে শোনা যায় না।

তিনি আরও বলেন, আপনাদের সরল ও কোমলমতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা মানুষের মাঝে ভুল মেসেজ দিতে চোরা পথ বেচে নিয়েছে। কারণ সামনে রাজনীতি করার সাহস এদের নেই। এরা সমাজে প্রকাশ্যে নিজেদের পরিচয়টাও দিতে পারে না। তাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে।

ছাত্র সমাবেশে রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও  জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের আট জেলা ও সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ।

এর আগে, বুধবার দুপুরে চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গোপালগঞ্জের ঘটনার জন্য সরকারের বিচারহীনতার সংস্কৃতি ও মবতন্ত্রের প্রতি সমর্থন দায়ী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব  দিয়েছে, তারা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এ ব্যানারকে ব্যবহার করেছে। ইতোমধ্যে দেশে একাত্তরের পরাজিত শক্তিকে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব ঘটনার কারণে শহীদ আবু সাঈদ হত্যার বিচার হচ্ছে না। কারণ আবু সাঈদকে সময় দেওয়ার সময় নাই তাদের।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজনসহ জেলা বিএনপি ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow