৭ ওমরাহ কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে সৌদি আরব

লাইসেন্সবিহীন আবাসনে হজযাত্রীদের রাখার অভিযোগে সাতটি ওমরাহ কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। এসব কোম্পানি নিয়ম মেনে চলেনি বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের।
বুধবার (১৬ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজযাত্রীদের সেবার মান যাচাই করতে গিয়ে এই অনিয়মের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয় বলছে, এমন ঘটনা হজযাত্রীদের নিরাপত্তা ও আরাম নষ্ট করে। তাই শাস্তি নিশ্চিত করতে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
কর্তৃপক্ষ আবারও নিশ্চিত করেছে, হজযাত্রীরা যেন সেরা মানের সেবা ও অধিকার পান, তা তারা নিশ্চিত করবে। চুক্তির নিয়ম না মানলে বা হজযাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেললে কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।
সব ওমরাহ কোম্পানিকে আইন মেনে চলতে এবং চুক্তিমতো সেবা দিতে বলেছে মন্ত্রণালয়, যাতে সৌদি আরবে থাকাকালীন হজযাত্রীরা সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন।
What's Your Reaction?






