গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ জন ফিলিস্তিনি নিহত

Jul 17, 2025 - 01:46
 0  1
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ জন ফিলিস্তিনি নিহত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।বুধবার ( ১৬ জুলাই) গাজার মেডিকেল সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অন্তত ২১ জন ছিলেন ত্রাণ প্রার্থী, যারা সাহায্যের অপেক্ষায় ছিলেন। খবর আলজাজিরার।

গত ছয় সপ্তাহ ধরে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ও ত্রাণবাহী গাড়িবহরে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এর আগে জানায়, হামলাগুলোতে ৮৭৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত সাহায্য কেন্দ্রগুলোর আশেপাশে। অন্য ত্রাণ সংস্থা, এমনকি জাতিসংঘের নিজস্ব ত্রাণবাহী গাড়িবহর কেন্দ্র করেও বহু মানুষ মারা গেছেন।

আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। এই ধরনের হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow