সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ২ জন আটক

Jan 12, 2025 - 10:22
Jan 12, 2025 - 10:35
 0  4
সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ২ জন আটক
ছবি : যমুনা টাইমস

সাতক্ষীরা প্রতিনিধি

পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপারের অভিযোগে সাতক্ষীরা চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাদের আটক করে। (৩৩ বিজিবি) কর্তৃক দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরার চান্দুরিয়া বিওপির সীমান্ত অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান হতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোঃ নাসিম উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাদের আটক করে। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে মোঃ আজিজুল ইসলাম(৫০), যশোর শার্শা উপজেলার গোগা গ্রামের মোঃ মশিউর রহমান এর ছেলে মোঃ আনিসুর রহমান(১৮)।

পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত দুইজনকে প্রচলিত আইনে গ্রেপ্তার দেখিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow