সারাদেশে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২, মামলা ১০

Apr 9, 2025 - 18:34
 0  4
সারাদেশে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২, মামলা ১০
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন ও  কক্সবাজারে ৪ জন রয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow