সয়াবিন তেলের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক : ক্যাব

Apr 16, 2025 - 23:54
 0  5
সয়াবিন তেলের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক : ক্যাব
ছবি : সংগৃহীত

রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে বলে মনে করছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানটি বলছে, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক।

বুধবার (১৬ এপ্রিল) সংবাদ মাধ্যমে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম গত ১৫ এপ্রিল প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৮৫২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯২২ টাকা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তারা চরম আর্থিক চাপে পড়েছেন। রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও পড়বে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে।

ক্যাব মনে করে, এই মূল্যবৃদ্ধি একেবারেই অন্যায্য ও অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও দেশে এভাবে দাম বাড়ানো ভোক্তা বিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞপ্তিতে ৪ দফা দাবি জানায় ক্যাব। দাবিগুলো হলো- অবিলম্বে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে; বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর কাঁচামাল মজুদের পরিমাণ, আমদানি খরচ ও মুনাফার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ভোক্তাদের স্বার্থরক্ষায় সরকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়াতে হবে ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow