হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন, নিখিল কুমার চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের পৈত্রিক সুত্রে পাওয়া ৫ একর ৭২ শতক জমির মধ্যে ৪ একর ৪৬ শতক জমির ভুয়া দলিল তৈরি করে জোর পুর্বক দখল করেছে স্থানীয় মতিয়ার, মুকছুদার, মোকলেছ, মুসাসহ তাদের লোকজন। সেই সাথে জমিতে থাকা ১০০ টি কলাগাছ, ৬০-৭০ টি বাঁশ, ৫০-৬০ টি লেবু গাছ কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলেই তাদের বাড়ি ঘরে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট করা সহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, বিষয়টি সাদুল্যাপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দায়ের করলে কোন প্রতিকার পান নি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অতিদ্রুত প্রতিপক্ষের জবরদখল করা জমিগুলো ফেরত পাওয়া সহ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরী স্ত্রী তমা রানী, অর্পন চৌধুরী, ভাই উৎপল কুমার চৌধুরী, স্ত্রী শ্যামলী রানী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
What's Your Reaction?






