‘আয়নাঘর’ পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা

Feb 12, 2025 - 17:46
 0  7
‘আয়নাঘর’ পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আ.লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এর আগে সকালে মন্ত্রিপরিষদে সিদ্ধান্তে ‘আয়নাঘর’ নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।

এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।

অভিযোগ আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নঘরে রাখা হত। করা হতো নির্যাতন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম কমিশন। তাদের প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্বের কথা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow