ইজতেমায় সুপেয় পানি আর টয়লেট সংকটে অসুস্থ হচ্ছেন মুসল্লিরা
পর্যাপ্ত সুপেয় পানি আর টয়লেট সংকটে বিশ্ব ইজতেমায় অসুস্থ হচ্ছেন মুসল্লিরা। রাতে ঠান্ডা আর দিনের ভ্যাপসা গরমে গেলো দুই দিনে অনেক মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। আর নানান জটিলতায় গেলো দু’দিনে মারা গেছেন অন্তত তিন জন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে জিকির-আজগারসহ নানামুখী ইবাদতের মধ্য দিয়ে দিনটি পার করেছেন মুসল্লিরা। দিনব্যাপী বিরতি দিয়ে চলেছে দেশি-বিদেশি আলেমদের নসিহতের বক্তব্য৷
রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রথম অংশ।
সরেজমিনে দেখা যায়, পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ান শোনার পর সাথীদের জন্য দুপুরের খাবার রান্না করছেন অনেকেই। এর মধ্যে ৬৫ জনের দলের এক মুরুব্বি বলছিলেন, এই কাজও ইজতেমায় তাদের ইবাদতের অংশ।
তিনি জানান, সারাদিন ইবাদত-বন্দেগি আর কুরআন হাদিসের তালিমের মধ্য দিয়ে দ্বিতীয় দিনটি পার করেছেন তারা। ধর্মের শান্তির শিক্ষা নিয়ে ফিরে সেই শিক্ষা ছড়িয়ে দিতে চান তারা।
আরও পড়ুন : বিশ্ব ইজতেমায় দুই দিনে ৩ মুসল্লির মৃত্যু
এদিকে ইজতেমা ময়দান লাগোয়া ফ্রি চিকিৎসা কেন্দ্রের বুথে বুথে দেখা মিললো মুসল্লিদের দীর্ঘ লাইন। এই মুসল্লিদের কেউ এসেছেন পেটের সমস্যা নিয়ে তো কেউ আবার কিডনি। হার্ট জটিলতা বা মাজা পিঠের ব্যথা নিয়েও এসেছেন অনেকে।
চিকিৎসকদের দাবি, জরুরি চিকিৎসা সেবার পুরোটাই ফ্রি দিচ্ছেন তারা, সমস্যা জটিল হলে নিজেদের ব্যবস্থাপনায় পাঠাচ্ছেন বিশেষায়িত হাসপাতালে।
আখেরি মোনাজাতসহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মুরুব্বিরা অভিযোগ করেন ১৭ ডিসেম্বর সাদ অনুসারীদের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে দাওয়াতে তবলীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
বিকেলের আগে সড়ক অবরোধ করবেনা তিতুমীরের শিক্ষার্থীরাবিকেলের আগে সড়ক অবরোধ করবেনা তিতুমীরের শিক্ষার্থীরা
ইজতেমা আয়োজকদের শীর্ষ মুরুব্বি কেফায়েত উল্লাহ আজহারী বলেন, একটি পক্ষ গুজব ছড়িয়ে মুসল্লিদের এই পর্বের ইজতেমায় না আসতে বললেও লাখো মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভালোভাবেই শেষ করা যাচ্ছে প্রথম পর্ব।
রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ ৷ আর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ যাতে অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থীর বাকি ২২ জেলার অনুসারীরা।
What's Your Reaction?